রংপুর পলিটেকনিক ইন্সিটিটিউটে ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ

রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ১ম ও ২য় শিফটের শিক্ষার্থীরা ক্লাস চালুর দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

আজ সোমবার, ৫ আগষ্ট সকালে রংপুর নগরীর জাহাজ কম্পানীর মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে সেখানে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

পলিটেকনিক ইনস্টিটিউট, মনোটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চলমান দ্বিতীয় শিফটের সম্মানী ভাতার সমস্যা নিরসনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মচারীরা। ফলে সেখানে দ্বিতীয় শিফটের ক্লাস বন্ধ রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী তানজিম আহমেদ রাজন, স্বাধীন, জাহাঙ্গীর বাদশা, অজয় চন্দ্র শর্মা, রাফসান জনি প্রমুখ।

বক্তরা বলেন, ‘আমাদের পড়াশুনা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কলেজে ভর্তি হয়েছি পড়াশুনার জন্য কিন্তু এখন দেখতেছি অনেক সমস্যা । আমদের ক্লাস হচ্ছে না। আমাদের ক্লাস চালু না হলে আমাদেরও আন্দলন অবহত থাকবে।’

এবি/রাতদিন