রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২০০, সবচেয়ে কম লালমনিরহাটে বেশি দিনাজপুরে

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০০ জনে। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ওই তিনজন রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামের বাসিন্দা।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ এ তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন মারা গেছেন দিনাজপুরে। এর পরেই আছে রংপুর জেলা, এখানে ৪৩ জন মারা গেছেন। সবচেয়ে কম মারা গেছেন লালমনিরহাটে, ৯ জন। এছাড়া পঞ্চগড়ে ১০ জন, নীলফামারীতে ২০ জন, কুড়িগ্রামে ও গাইবান্ধায় ১৪ জন করে এবং ঠাকুরগাঁওয়ে ২০ জন মারা গেছেন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

অন্যদিকে, রংপুর বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ হাজার ৮৯৮টি। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১১ হাজার ১০২ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৪৮জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৪৮ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে।

এইচএ/রাতদিন