টি-টুয়েন্টিতে ৯০০ ছক্কা হাকানোর অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন ক্রিস গেইল। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের এই ওপেনার খুলনার বিপক্ষে ৫টি ছক্কা হাকিয়ে এই রেকর্ড গড়েন। ছক্কার সংখ্যায় ৩৮ বছর বয়সী এই ওয়েষ্ট ইন্ডিয়ানের ধারের কাছেও কেউ নেই।
তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার সংখ্যাটি ৫৫৭। যার মালিকও আরেক ওয়েষ্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান কাইরন পোলার্ড।
বিপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে রান পাননি, তবে ২য় ম্যাচেই স্বরুপে ফিরেছেন এই টি-টুয়েন্টির ফেরিওয়ালা। খুলনা টাইটানসের বিপক্ষে ওই ম্যাচে করেছেন ৪০ বলে ৫৫ রান।
টি-টুয়েন্টির গেল আসরে রংপুর রাইডার্সের শিরোপা জয়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন গেইল। ফাইনালে তার ব্যাটিং তান্ডবেই ঢাকা ডায়নামাইটস শিরোপার দৌড়ে ছিটকে যায়।