রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা

রংপুর সদর ও পীরগাছা উপজেলার দুটি, কুড়িগ্রামের রাজারহাটের একটি এবং লালমনিরহাটের দুটি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার, ২৫ জুলাই সকাল আটটা থেকে রংপুরের ইউনিয়ন দুটিতে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলে বিকাল চারটা পর্যন্ত। অপরদিকে ইভিএমের মাধ্যমে সকাল নয়টায় কালীগঞ্জে শুরু হওয়া ভোট চলে বিকাল ৫টা পর্যন্ত।

রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ বছরের ২৪ মার্চ অনুষ্ঠিত রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া প্রতিদ্বন্দ্বিতা করায় খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

খলেয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোত্তালেবুল হক (নৌকা), সিরাজুল ইসলাম লাভলু (লাঙ্গল) ও মাসুদ রানা (আনারস) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়া চার মাস আগে পীরগাছার ছাওলা ইউনিয়নে ২নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সালেহা বেগম মৃত্যুবরণ করায় নতুন করে এ ওয়ার্ডে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংরক্ষিত ওয়ার্ডটিতে চার জন মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- রোকেয়া বেগম (হেলিকপ্টার), আইরিন বেগম (বক), নাসিমা বানু (মাইক) ও আম্বিয়া বেগম (তালগাছ)। রংপুরের ওই দুটি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

এদিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চকিরপাশা ইউনিয়নেও চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এখানে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

অপরদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে (উত্তর বত্রিশহাজারী) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রসঙ্গত, ওই ওয়ার্ডের সদস্য রেজাউল করিমের মৃত্যুতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ওই ইউনিয়নের ভোটগ্রহণ চলাকালে খাতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে আরিফুর জামান সুমন নামে এক যুবককে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের এসআই রাশেদুজ্জামান রাশেদ জানান, ‘ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফাজ উদ্দিন দুই হাজার টাকা জরিমানা করে ওই যুবককে ছেড়ে দিয়েছেন।’

এইচএ/রাতদিন