রংপুর সিটির সকল অসচ্ছল বয়স্ক-প্রতিবন্ধী ভাতা পাবেন : মেয়র

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশনের আওতায় থাকা সকল হতদরিদ্র বয়স্ক ও প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই সবাই হাসিমুখে থাকুক। সবার বেঁচে থাকা হোক শান্তিময়।’

রোববার, ৩ ফেব্রুয়ারি সিটি করপোরেশন ও শহর সমাজসেবা অফিস আয়োজিত এক যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। নগর ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় নগরীর এক হাজার ৯৬৬ জন দরিদ্র মানুষকে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ভাতা প্রদানের সিদ্ধান্ত হয়। এর মধ্যে বয়স্কভাতা পাবেন ১২৭২ জন এবং প্রতিবন্ধীভাতা পাবেন ৬৯৪ জন দরিদ্র মানুষ।

আলোচনায় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম পাইকার, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ, সচিব আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি এবং প্যানেল মেয়র সামসুল হক ও মাহামুদুর রহমান টিটু।

সেখানে আরও ছিলেন ২০ থেকে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যথাক্রমে তৌহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান মঞ্জু, মিজানুর রহমান মিজু, সেকেন্দার আলী, মীর মো. জামাল উদ্দিন ও নুরুন্নবী ফুলু এবং মেয়রের একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড।

এবি/০৪.০২.১৯