সৈয়দপুরের মেয়র করোনায় মারা গেছেন, নির্বাচন স্থগিত

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি সকালে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

আমজাদ হোসেন সরকার নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে রেখে গেছেন।

শুক্রবার, ১৫ জানুয়ারি বাদ জুম্মা পাটোয়ারীপাড়ার মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

শোক: আমজাদ হোসেনের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মো. আদেলুর রহমান আদেল, সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম ও উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন শোক প্রকাশ করেছেন।

নির্বাচন স্থগিত : সৈয়দপুরের বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন। ফলে তার মৃত্যুতে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করেছে।

পাঁচ মেয়র প্রার্থীর মধ্যে একজন ছিলেন বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছিলেন।

এইচএ/রাতদিন

মতামত দিন