রংপুর সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামানকে এমপি পদে দলীয় মনোনয়নের দাবিতে মিছিল, মানব বন্ধন ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
আজ বৃহষ্পতিবার, ৮ আগষ্ট দুপুরে নগরীতে এই কর্মসূচী পালন করে তারা।
এর আগে নগরীর কাচারী বাজার চত্বরে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা, ওয়ার্ড কাউন্সিলর ফুলু, আওয়ামী লীগ নেত্রী তাসনিমা বেগম সহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, এর আগে তিন তিনবার চৌধুরী খালেকুজ্জামানকে রংপুর সদর- ৩ আসনে দলীয় মনোনয়ন দেয়া হলেও মহাজোটের স্বার্থে তাকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে।
এবার আর কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়ে তারা চৌধুরী খালেকুজ্জামানকে মনোনয়ন দেবার জোড় দাবি জানান।
মানব বন্ধন ও সমাবেশে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী সহ সাধারন মানুষ অংশ নেয়।
পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
জেএম/রাতদিন