রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে(জাপা) ছেড়ে দেয়া হতে পারে বলে আবারও জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বিষয়টি বিবেচনায় আছে।
আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর রাজধানীতে বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা ও মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়টি বিবেচনায় আছে। আমরা মাঠপর্যায় পর্যবেক্ষণ করছি, এরপর সিদ্ধান্ত নেব।
আসনটির উপনির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ১৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ৫ অক্টোবর।
এবি/রাতদিন