প্রয়োজনে রক্ত দিব, তবুও এরশাদের লাশ রংপুর থেকে ঢাকায় ফেরত নিতে দেয়া হবেনা- পার্টির যৌথ বৈঠক শেষে এমনটাই ঘোষণা দেয়া হয় আজ। জাতীয় পার্টির নেতৃবৃন্দের অংশগ্রহনে এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার, ১৫ জুলাই সকালে রংপুর জেলা জাতীয় পার্টি অফিসে রংপুর ও রাজশাহী এই দুই বিভাগের ১৬ জেলার নেতাকর্মীর সমন্বয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
জাতীয়পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দাফন রংপুরে করার দাবিতে এই সভার আয়োজন করা হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন মহানগর জাতীয়পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
সভা শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।