‘ঢাকা’ বানাচ্ছে হলিউড

`ঢাকা’ নামে একটি সিনেমা বানাচ্ছে হলিউড। বাংলাদেশের রাজধানী ঢাকাকে নিয়ে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। ছবির মুল চরিত্রে অভিনয় করেছেন হলিউড সুপারহিরো ক্রিস হেমওয়ার্থ।

ছবির মূল শ্যুটিং শেষ হয়েছে এ মাসের প্রথম দিকে। অল্প কিছু কাজের জন্য ছবির পরিচালক ঢাকায় আসতে পারেন এমনটাই জানিয়েছেন নেটফ্লিক্স বাংলাদেশের এক কর্মকর্তা।

ভারতের আহমেদাবাদে ছবির শ্যুটিংয়ের দৃশ্য। তবে গাড়ী, সেট এগুলো হুবহু ঢাকার মতোই। ছবি : সংগৃহীত

ঢাকা শহরের কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হলেও এর বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে ভারত ও থাইল্যান্ডে। ঢাকা শহরকে বোঝানের জন্য সেখানকার সাড়ে চার শ গাড়ি থেকে শুরু করে পুরো এলাকার অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে।

ঢাকায় শুটিং না করার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘প্রধান কারণ, আমরা যখন যে লোকেশনে কাজ করেছি, পুরো এলাকা নিজেদের দখলে নিয়ে কাজটি করেছি। এত বড় অ্যারেঞ্জমেন্ট ঢাকায় করা কঠিন হতো।’

ছবির পরিচালক একটি দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন। ছবি : সংগৃহীত

তিনি আরও বলেন, ‘আমরা এ পর্যন্ত সাড়ে চার শ গাড়ি কিনেছি, শিল্পীদের জন্য ভেনিটিভ্যান ছিল ৩০টি। এখন যদি আমরা শাহবাগে এই দৃশ্য করতে যাই, অবস্থাটা কেমন হবে? পুরো শহর অবরুদ্ধ হয়ে যাবে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় আছে।’

আরআই/রাতদিন