বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফ হত্যার সাথে অনেকে জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম।
তিনি বলেন, হত্যাকান্ডে এফআইআর এর বাইরেও অনেকে জড়িত থাকতে পারে।
রোববার, ৩০ জুন রংপুরে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয় উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রিফাত হত্যার সাথে জড়িত কেউ রেহাই পাবেনা। তাদের পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের সকল সীমান্ত ও ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে যাতে তারা পালাতে না পারে। আমরা এ পর্যন্ত এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছি।
জাবেদ পাটোয়ারী আরও বলেন, রংপুর মেট্টোপলিটন পুলিশে আরও অনেক বেশি সরঞ্জামাদি প্রয়োজন। আমরা চেষ্টা করছি যাতে রংপুর পুলিশ প্রশাসন আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে।
এ সময় সেখানে ছিলেন রংপুর মেট্টোপলিটন পুলিশের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল -এ) সাইফুর রহমান সাইফ প্রমুখ।
এবি/রাতদিন