রিমান্ডে নেয়ার পথে ‘অসুস্থ’ সাহেদ, হাসপাতালে ভর্তি

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিমান্ডে নেওয়ার পথে অসুস্থ বোধ করায় আজ মঙ্গলবার, ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে তাকে বিএসএমএমইউ-তে  নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ দ্বিতীয় দিনের মতো রিমান্ডে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আনা হচ্ছিল। পথে বুকে ব্যাথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়৷

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, মো. সাহেদকে সকাল সাড়ে ৯টার দিকে আনা হয়েছে ৷ এখন তিনি কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন ৷ তার ইসিজি রিপোর্ট ভালো৷ তবে আরো কিছু পরীক্ষা করা হবে৷  এর আগে সোমবার দিবাগত রাতেও  সাহেদকে বিএসএমএমইউ-তে নিয়ে আসা হয়েছিল বলে জানান তিনি৷

অর্থ আত্মসাৎ মামলায় গতকাল সোমবার  দুদক কার্যালয়ে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয় সাহেদ করিমকে। একই কার্যালয়ে আজ মঙ্গলবার ছিল তাকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসার দিন।

এবি/রাতদিন