রেলভ্রমণে জাতীয় পরিচয়পত্রের বাধ্যবাধকতা উঠে গেল, টিকেট কিনতে লাগবে

রেলভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের যে শর্ত দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে রেলপথ মন্ত্রণালয়। তবে রেলের টিকেট কিনতে আগের মতই জাতীয় পরিচয়পত্র লাগবে।

বৃহস্পতিবার, ২০ আগষ্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক পরিচয়পত্রে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের টিকিট কেনা বা ভ্রমণেও বাধা নেই বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

সেখানে বলা হয়, গত ১৩ আগষ্ট রেলওয়ের গণবিজ্ঞপ্তিতে যাত্রীদের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছিল। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের সেই শর্ত শিথিল করা হল।

ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ বাধ্যতামূলক করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকায় অনেকের ভ্রমণ বাতিল করা হয়।

এ প্রেক্ষিতে আজ এই প্রজ্ঞাপন জারী করা হলো।

জেএম/রাতদিন