রোনালদোর কারাদন্ড, জরিমানা

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেন ছেড়ে ইতালি গেছেন। কিন্তু দেশটির আদালত তাঁর পিছু ছাড়ছে না।

স্পেনের আয়কর আইন খুব কড়া। তাই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে গিয়েও জেল-জরিমানা থেকে বাঁচতে পারলেন না তিনি।

কর ফাঁকির মামলায় মঙ্গলবার, ২২ জানুয়ারি তাকে এক কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা করা হয়। সাথে ২৩ মাসের কারাদণ্ডও দিয়েছেন মাদ্রিদের আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয় রোনালদোর বিরুদ্ধে ।

পাঁচবারের বর্ষসেরা ওই ফুটবলার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন ২০১৭ সালে।

মিডিয়া এড়াতে পর্তুগিজ মহাতারকা প্রথমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে যোগ দেওয়ার অনুমতি চেয়েছিলেন। কিন্তু বিচারক তা প্রত্যাখ্যান করেন।

ফলে মঙ্গলবার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে সশরীরে আদালতে হাজির হন পর্তুগাল অধিনায়ক।

তবে সাজা পেলেও রোনালদোর কারাগারে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ স্পেনে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের ক্ষেত্রে ২ বছরের নিচে সাজা হলে জেল খাটতে হয় না।

এইচএ/২২.০১.১৯