লকডাউন রাস্তায় সাঁওতালদের চলাচলে বিশেষ ব্যবস্থা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের ভেতরের রাস্তাটি লকডাউন করার ফলে বিপাকে পড়া স্থানীয় সাঁওতালদের চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছে থানা পুলিশ।

মঙ্গলবার, ১৪ এপ্রিল দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ওই রাস্তায় বাঁশের ব্যারিকেড খুলে দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেন।

জানা যায়, বাগদা ফার্ম এলাকায় প্রায় কয়েকশ’ সাঁওতাল পরিবার বসবাস করে। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ফার্মের ভেতরের রাস্তাটি বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বেরুতে পারছিলেন না সাঁওতালরা। ফলে বহুমুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাদের।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, সাঁওতালদের চলাচল নিয়ন্ত্রণের শর্তসাপেক্ষে ওই রাস্তাটির ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে।

এনএ/রাতদিন