লজ্জায় যারা লাইনে দাড়াতে পারেন না তাদের পাশে বুড়িমারী ইউপি চেয়ারম্যান

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ফোন দিলেই গোপনে বাড়ীতে পৌছে যাবে খাদ্যসামগ্রী-এরকম ঘোষণা দিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে।

করোনাভাইরাস মোকাবেলায় মধ্যবিত্ত পরিবার যেন কষ্ট না পায় সে জন্য তিনি তাঁর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুটি মুঠোফোন নম্বর দিয়েছেন । ওই নম্বরে যোগাযোগ করলে গোপনে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌছে দিবেন বাড়ীতে, যাতে কেউ জানতে না পারে।

এ বিষয়ে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, ‘করোনাভাইরাস মোকাবেলায় সরকারী ও বেসরকারী উদ্যোগে দুস্থ ও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ চলছে। তাদেরকে অনেকে বাড়ী বাড়ী খাদ্য পৌছে দিচ্ছে । গরীব অসহায় মানুষ লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিলেও মধ্যবিত্ত পরিবারের অনেকেই অভাব থাকলেও আত্মসম্মান কথা চিন্তা করে কাউকে তা বলতে পারেন না। এজন্য আমি এ উদ্যোগ নিয়েছি।’

এ ছাড়াও তিনি নিয়মিত তাঁর ইউনিয়নের প্রধান প্রাধন সড়কে জীবানুনাষক দিয়ে স্প্রে করছেন। কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

জেএম/রাতদিন