জাতীয় অনুর্দ্ধ-১২ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলায় ময়মনসিংহ ও লালমনিরহাট ডিএফএ জয়ী হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্বাবধানে ও ইউনিসেফের সহযোগিতায় এবং বাফুফে মহিলা ফুটবল কমিটির ব্যবস্থাপনায় ইউনিসেফ-অনুর্দ্ধ-১২ ট্যালেন্টহান্ট জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলায় জয়ী হয় ময়মনসিংহ ও লালমনিরহাট জেলা ক্রিড়া সংস্থা (ডিএফএ)।
শনিবার, ২০ জুলাই ঢাকার কমলাপুর স্টেডিয়ামে চুড়ান্ত পর্বের প্রথমদিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ময়মনসিংহ ডিএফএ ৪-০ গোলে রাঙ্গামাটি ডিএফএকে এবং বিকেলে দ্বিতীয় খেলায় লালমনিরহাট ডিএফএ ৭-০ গোলে গোপালগঞ্জ ডিএফএ-কে হারিয়ে জয়ী হয়।
খেলায় লালমনিরহাট দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় লিভা আক্তার হ্যাট্রিক করেন। এছাড়া লালমনিরহাট দলের ৮নম্বর জার্সিধারী খেলোয়াড় মুনকি দুটি এবং ৬নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাতেমা ও ১১ নম্বর জার্সিধারী আরনিয়া প্রত্যেকে একটি করে গোল করেন।
২২ জুলাই লালমনিরহাট ডিএফএ খেলবে রাঙ্গামাটি ডিএফএর বিরুদ্ধে এবং ২৪ জুলাই লীগ পর্বের শেষ খেলায় লালমনিরহাট ডিএফএ খেলবে ময়মনসিংহ ডিএফএর বিরুদ্ধে।