লালমনিরহাটে আগুনে ছাই ১০ দোকান

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজারে অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে অর্ধ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

আজ সোমবার, ২৩ নভেম্বর সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ডিসের কন্ট্রোল রুমের বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুড়ির বাজারের ‘জেএসসি স্যাটেলাইট’ নামের ক্যাবল অপারেটর এনামুল হক চঞ্চলের কন্ট্রোলরুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লাগা আগুন মুর্হুতেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই কন্ট্রোলরুমসহ বাজারের ১০টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত জানিয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সাহিদুল ইসলাম জানান, তদন্ত শেষে ক্ষতিক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

এবি/রাতদিন