লালমনিরহাটে আরও একজনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৩

লালমনিরহাটে করোনাভাইরাসে নতুন করে আরো এক যুবক আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হল।

মঙ্গলবার, ২৮ এপ্রিল সন্ধ্যায় লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত ওই যুবকের বাড়ি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোর গ্রামে।

এর আগে গত ১১ এপ্রিল সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের একই পরিবারে বাবা ও ৭ বছরের ছেলের করোনা শনাক্ত হয়।

জানাগেছে, ওই যুবক নারায়ণগঞ্জের পোশাক শ্রমিক হিসাবে কাজ করতেন। সপ্তাহখানেক আগে তিনি জ্বর,সর্দি ও কার্শি নিয়ে বাড়িতে আসেন। গত ২৩ এপ্রিল তার শরীর অবস্থা খারাপ হলে আদিতমারী স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য যান।

পরে সেখানকার চিকিৎসকরা বাড়িতে থাকার পরামর্শ দেন। ওই রাতে আক্রান্ত ১৯ বছরের ওই যুবকের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়। সেখানে থেকে মঙ্গলবার (২৮এপ্রিল) সন্ধ্যায় ওই যুবক করোনায় পজেটিভ এসেছে।

এদিকে ঘটনার পর রাত সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোর গ্রামের আক্রান্ত ওই যুবকের বাড়ি লকডাউন করেছে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনসুর আলী।

তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়া ওই যুবককের পরিবারের সাথে কথা বলে লালমনিরহাট নার্সিং ইন্সটিটিউটের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। তাছাড়াও ওই পরিবারের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুরে পাঠানো হবে।

জেএম/রাতদিন