লালমনিরহাটের পাঁচ উপজেলায় হোম কোয়ারেন্টিনে আজ বৃহস্পতিবার, ২৬ মার্চ নতুন করে আটজন যুক্ত হয়ে মোট সংখ্যা দাড়িয়েছে ১৮৭। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন ও আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে মোট ৩৫ জনকে। সরকারি হিসাবে ১ মার্চ থেকে বিদেশফেরত মানুষের সংখ্যা ৩৬৬ জন।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক স্বাক্ষরিত করোনাভাইরাস সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেলার পাঁচটি সরকারি হাসপাতালে করোনা সংক্রান্ত চিকিৎসার জন্য ৪৭টি বেড প্রস্তুত করা হয়েছে। এজন্য ৩৩ জন চিকিৎসক ও সমপরিমাণ নার্সও প্রস্তুত রয়েছে।
ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মজুদ আছে ৬১৫টি। আর বিতরণ করা হয়েছে ৩০টি। পাশাপাশি পর্যাপ্ত জরুরি ওষুধ মজুদ আছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, করোনাভাইরাস আক্রান্ত রোগীকে স্থানান্তরের জন্য একটি বিশেষ অ্যাম্বুলেন্স ও হাসপাতালের জরুরি বিভাগে ছয়টি আইসোলেশনের ব্যবস্থা রয়েছে।
এদিকে জেলার পাঁচ উপজেলার ৩ হাজার দরিদ্রের জন্য ১৯২ মেট্রিক টন চাল ও ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলেও আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এবি/রাতদিন