লালমনিরহাটে জাপান তামাক কোম্পানির জরিমানা

সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জাপান টোব্যাকো কোম্পানিকে (জেটিআই) ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার, ২৬ এপ্রিল বিকেলে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে তামাক ক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে জাপান টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে ভিড় করানোর অপরাধে অভিযান পরিচালনা করা হয়। সামাজিক দূরত্ব না মানায় তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একই ভ্রাম্যমাণ আদালত সরকারি নির্দেশ অমান্য করায় ৬টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, সামাজিক দূরত্ব বজায় না রাখায় ভ্রাম্যমাণ আদালতে জাপান টোব্যাকোসহ কয়েকটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করে সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।