লালমনিরহাটে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘তথ্য পেলে জনগণ, আসবে দেশে সুশাসন’ শ্লোগানকে সামনে রেখে তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৯ ডিসেম্বর সকালে লালমনিরহাটের বেসরকারী সংস্থা ‘নজীর’ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি গেরিলা লিডার ড.এস এম শফিকুল ইসলাম কানু। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ট্রাফিক সার্জেন্ট আল ফরিদ, নজীর নির্বার্হী পরিচালক নুরল হক সরকার। দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার মাহমুদ হাসান রাসেল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে সুজন জেলা কমিটির সদস্য এ্যাড.আঞ্জুমান আরা শাপলা, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক বাবু মোল্লা, রাতদিন ডট নিউজের সহকারী সম্পাদক শেখ আব্দুল আলিম, সুজন জেলা কমিটির সদস্য ও লাখোকন্ঠ জেলা প্রতিনিধি সবুজ আলী আপন, সামাজিক সংগঠন পথ এর সভাপতি তাহ্ হিয়াতুল হাবিব মৃদুল উপস্থিত ছিলেন।

এতে জেলার শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

এসকে/রাতদিন