লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার, ২২ জানুয়ারি বেলা ১২টায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকালে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের পূর্ব আমঝোল গ্রামের উসমান আলীর ছেলে সুরুজ মিয়া (১৮) ও শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩৩)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।

এদিকে স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার দইখাওয়ায় ভারতের কোচবিহার ২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়মরিচা ক্যাম্পের একটি টহল দল কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে দুইজন নিহত হয়।

আরেকজনের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফরা নিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।