ছাত্রলীগের পক্ষ থেকে লালমনিরহাট পৌর এলাকার বিভিন্ন স্থানে ছয় হাজার গাছ লাগানো হবে। আজ বুধবার, ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অক্টোবরে লালমনিরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় ছয় হাজার গাছ লাগাবে লালমনিরহাট জেলা ছাত্রলীগ’।
এ বিষয়ে তিনি বলেন, গাছ লাগালে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। নতুন প্রজন্ম আমাদের নিয়ে গর্ব করবে। গাছ না থাকলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এতে নতুন প্রজন্মর কাছে আমাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হতে পারে।
এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় তার এই কাজটি নতুন প্রজন্মের কাছে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে’।
এবি/রাতদিন