আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জনসহ ১০৬ প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার, ১৭ জানুয়ারি সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে ছয়জন, ৯টি কাউন্সিলর পদে ৪৩জন ও ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫জন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন, আওয়ামীলীগের মোফাজ্জল হোসেন, বিএনপির মোশারফ হোসেন রানা, জাতীয় পার্টির এস এম ওয়াহেদুল হাসান সেনা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের (ইশা) আমিরুল ইসলাম। এছাড়া স্বতন্ত্রপ্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন রেজাউল করিম স্বপন ও বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু।
পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩১জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সাতজন মনোনায়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদের প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের রাশেদুল ইসলাম সুইট, বিএনপির এ কে এম মোস্তফা সালাউজ্জামান ওপেল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের(ইশা) সুমন মিয়া ও স্বতন্ত্রপ্রার্থী কাজী আসাদুজ্জামান।
জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান জানান, মনোনায়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ১৯ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। আর প্রতীক বরাদ্ধ হবে ২৭ জানুয়ারি।
এবি/রাতদিন