লা লিগা শিরোপাজয়ী মেসির বার্সেলোনা

২০১৮-১৯ মৌসুমের স্প্যানিশ লিগ শিরোপা ঘরে তুললেন মেসির বার্সেলোনা। লা লিগায় লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে শিরোপার স্বাদ পেলো তারা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন লিওনেল মেসি।

এ নিয়ে শেষ এগারো মৌসুমের আটবারই শিরোপা নিজেদের দখলে রাখলো বার্সা।

গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লীগের প্রস্তুতির জন্য বিশ্রাম দিতে মেসিকে একাদশে রাখেননি দলীয় কোচ ভালভার্দে। কিন্তু প্রথমার্ধে গোলহীন বার্সেলোনাকে দেখে হতাশ ভালভার্দে মেসিকে নামানোর সিদ্ধান্ত নেন।

দ্বিতীয়ার্ধে কুতিনহোর বদলি হিসেবে নামা মেসিও আস্থার প্রতিদান দেন। দেরিতে হলেও ৬২ মিনিটে গোল পান মেসি। ভিদালের ছোট্ট করে বাড়ানো বল লেভান্তের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জালে জড়ান আর্জেন্টাইন ফুটবলের এই মহারাজা।

মিনিট খানেক পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো সুয়ারেজ। তবে এ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বার্সেলোনার উরুগুইয়ান এই তারকা।

গোল হজমের পর বার্সেলোনার রক্ষণেও বেশ কবার ভয় ধরিয়ে দিয়েছিল লেভান্তে। পরপর দুটি সহজ সুযোগ হাতছাড়া করে তারা। সহজ এই সুযোগ হাতছাড়া না হলে হয়তোবা বার্সার শিরোপা উদযাপন প্রলম্বিত হতো।

জেএম/রাতদিন