`শিগগিরই সাংবাদিকদের একটি ডাটাবেজের আওতায় আনা হবে’

শিগগিরই সারা দেশের সাংবাদিকদের একটি ডাটাবেজের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ।

২৮ ডিসেম্বর, শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলণ কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

সংবাদপত্র ও সাংবাদিকতার মানোন্নয়ন এবং মান সংরক্ষেণর লক্ষ্যে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এই মতবিনিময় সভার আয়োজন করে।

কুমিল্লার জেলা প্রশাসক মো.আবুল ফজল মীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) মো. শাহ আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ইশতিয়াক রেজা, কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজীম-উল-আহসান প্রমুখ।

এছাড়া কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ এই মতবিনিময় সভায় অংশ নেন।