প্রচন্ড শীতের হাত থেকে শিশুদের বাঁচাতে তাদের জন্য শীতবস্ত্র কেনার লক্ষ্যে ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অন্যদিকে হতদরিদ্র ও শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য অতিরিক্ত ১২ হাজার ৩০০ পিস কম্বল দেয়া হয়েছে। তবে এ দুই খাতে রংপুর বিভাগের ৮ জেলার জন্য থাকছে বিশেষ বরাদ্দের ব্যবস্থা।
রোববার, ২২ ডিসেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এই অতিরিক্ত কম্বল, শিশুদের জন্য শীতবস্ত্র ও শুকনো খাবারের বিশেষ বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আওতায় কুড়িগ্রামে আড়াই হাজার, দিনাজপুরে ২ হাজার পিস অতিরিক্ত কম্বল বরাদ্দ দেওয়া হয়।
অন্যদিকে, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ সারাদেশে মোট ২০ জেলার প্রতিটিতে ১ লাখ টাকা করে মোট ২০ লক্ষ টাকার (শিশুদের জন্য) শীতবস্ত্র ক্রয়ের লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।
জেএম/রাতদিন