শিশু আরিফুল বাবা-মায়ের কাছে ফিরতে চায়

নীলফামারীর সৈয়দপুরে একটি শিশুকে পাওয়া গেছে।  তার নাম মো. আরিফুল (৭)।  সে তাঁর বাবা-মায়ের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারছেনা।

তার বাবা তালেব পেশায় অটোচালক এবং মা সুলতানা নির্মাণশ্রমিক।  তারা ৪ ভাইবোন। আরিফুল সবার ছোট। তার গ্রামে দূর্গাপুর জানালেও জেলা-উপজেলার নাম বলতে পারেনি সে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার,  ২৪ ডিসেম্বর শহরের মিস্ত্রীপাড়ার পাইকারি সবজিবাজার এলাকায় শিশুটি ঘোরাফেরা করছিল। পরে পুলিশের মাধ্যমে তাকে সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, শিশুটির ভাষা শুনে মনে হচ্ছে তার বাড়ি বগুড়া বা জয়পুরহাটের কোনো এলাকার।  সম্ভবত ট্রেনে চড়ে  সৈয়দপুরে চলে এসেছে সে। শিশুটি এখন তার বাবা-মায়ের কাছে ফিরতে চাচ্ছে।

উপজেলা সমাজসেবা অফিসার হাওয়া খাতুন জানান, শনিবার  শিশুটিকে রংপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

শিশুটির বিষয়ে কোন খোঁজখবর পাওয়া গেলে সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।

আরআই/রাতদিন