ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ।
শনিবার, ২৩ মার্চ ডাকসুর প্রথম কার্যকরী সভায় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন জিএস গোলাম রাব্বানী।
সভায় সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গৃহীত হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এজিএস সাদ্দাম হোসেন।
এর আগে বেলা ১১টার কিছু পর ডাকসু ভবনের দ্বিতীয় তলায় ডাকসুর কার্যকরী সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। ফলে এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান।
গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের পর শনিবার এই মেয়াদের প্রথম কার্যকরী সভার মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর আবারও যাত্রা শুরু করলো ডাকসু।
এইচএ/রাতদিন