শ্রদ্ধা ভালোবাসায় কবি শেখ ফজলল করিমকে স্মরণ

কোথায় স্বর্গ, কোথায় নরক…কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর…।” এই অমর বাণীর রচয়িতা কবি শেখ ফজলল করিমের আজ ৮৪তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা ডিগ্রী কলেজের অডিটোরিয়াম হল রুমে আলোচনা ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরণ সভার আগে কবির মাজার জিয়ারত করেন সাহিত্য-সংস্কৃতি সংসদের সদস্যরা।’ একই সাথে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।,

বিকেল সাড়ে ৫টার স্বরণ সভায় কবি শেখ ফজলুল করিমের নামে কাকিনায় জাদুঘর নির্মাণ ও মেডিকেল কলেজসহ বিভিন্ন অবকাঠমো নির্মাণ করার দাবি জানান। তাছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ফরহাদ মন্ডল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান আলোচক প্রফেসর আব্দুল সালাম ও মিসেস সালাম, সাহিত্য-সংস্কৃতি সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একে.এম মঈনুল হক, আতাউর মালেক, সুভাষ চন্দ্র রায়, সাহিত্য-সংস্কৃতি সাধারণ সম্পাদক ইরশাদ জামিল, মূল প্রবন্ধ পাঠ করেন উত্তরবাংলা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রাধান ড. আবু শাহাদাত, বিভাগীয় লেখক পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ছড়া সংসদের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান দিশারীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এনএ/রাতদিন