সড়ক দূর্ঘটনারোধে রংপুর পুলিশের সচেতনতামূলক বিশেষ কার্যক্রম

সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে মোটরসাইকেল চালক ও আরোহীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ কর্মসূচী পালন করে পুলিশের রংপুর রেঞ্জ। ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, বিপিএম-এর নির্দেশে বিভাগের ৮ জেলার ৬১ থানায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

সোমবার, ৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে সচেতনতা মূলক এই কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রমে মোটর সাইকেল চালক ও আরোহীদের নিরাপদ যাত্রা নিশ্চিতকরনার্থে সচেতনতা মূলক লিফলেট বিতরণসহ ট্রাফিক আইন যথাযথ ভাবে মেনে চলার জন্য আহব্বান জানানো হয়।

ওইদিন রংপুর জেলার কোতয়ালী থানার পাগলাপীর বাজারে মোটর সাইকেলের চালক ও আরোহীদের মধ্যে ট্রাফিক আইন যথাযথভাবে পালনে উদ্বুদ্ধ করণসহ লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দেবদাস ভট্রাচার্য্য, বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর।

ট্রাফিক আইন যথাযথ ভাবে মেনে চলার আহ্বান জানিয়ে সভা। ছবি: রাতদিন.নিউজ

অনুষ্ঠানে জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশসুপার, রংপুরসহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এসময় তারা উপস্থিত সুধীজন ও মোটর সাইকেল চালক এবং আরোহীদের যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলার আহব্বান জানান।

এই কার্যক্রম রংপুর জেলার সকল থানাসহ রংপুর রেঞ্জের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

জেএম/রাতদিন