সরকারিকরণ হচ্ছে গ্রাম পুলিশের চাকরি

গ্রাম পুলিশের চাকরি সরকারিকরণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । একই সঙ্গে চতুর্থ শ্রেণির স্কেলের সমমর্যাদায় তাদের বেতন দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে ।

রোববার, ১৫ ডিসেম্বর বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন ।

এ রায়ের ফলে দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশ তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

স্থানীয় সরকার পরিচালনায় গ্রাম পুলিশের ভুমিকা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। শুধু ইউনিয়ন পরিষদে তাদের দায়িত্ব-কর্তব্য সীমাবদ্ধ নয় । সর্বক্ষেত্রে ব্যবহার করা হয় গ্রাম পুলিশ বাহিনীকে । অথচ, স্বাধীনতার ৪৮ বছরে কোন সরকার গুরুত্বপূর্ণ এই জনবলের সুযোগ সুবিধার কথা চিন্তা করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে গ্রাম পুলিশের বেতন ভাতা তিনগুণ বাড়িয়ে সাড়ে ৬ হাজার টাকায় উন্নীত করেন।

এবার এ সরকারের সময়ে হাইকোর্টের নির্দ্দেশে বাস্তবায়িত হতে যাচ্ছে গ্রাম পুলিশ বাহিনীর বেতন ভাতার সরকারি সুযোগ সুবিধা ।

একে/রাতদিন