রংপুরে অষ্টম যুব সংসদের উদ্বোধন হয়েছে। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে এই সংসদ অধিবেশন আয়োজন করা হয়। জাতীয় সংসদের অনুকরণে যুব সংসদের এই অধিবেশনে সদস্যদের পাশাপাশি দেশের সংসদ বিশেষজ্ঞরা অংশ নেন।
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি সকাল সায়ে ৯টায় রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংসদের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
আলোচনায় সংসদ বিশেষজ্ঞরা বলেন, সর্বমুখী চাপের মাধ্যমে যারা সরকারে থাকবেন এবং বিরোধী দলে থাকবেন তাদেরকে দিয়ে একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধ্রæবতারার চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ও শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন আকবর।
জাতীয় সংসদের অনুকরণে এই যুব সংসদ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। যুব সংসদে সরকারি দলের ১৮০ জন এবং বিরোধীদলের ১২০ জন সংসদ সদস্য অংশ নিচ্ছেন।
জেএম/রাতদিন