সরকার ইচ্ছে করলে বাজার স্থিতিশীল রাখতে পারে: জিএম কাদের

নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও পেঁয়াজের দর বৃদ্ধি নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার ইচ্ছে করলে যখন-তখন বাজার স্থিতিশীল রাখতে পারে। পেঁয়াজের দাম কমিয়ে দ্রুত এর সমাধান করা প্রয়োজন। আশা করি সরকার ও বাণিজ্য মন্ত্রণালয় সেদিকে জরুরী ভিত্তিতে নজর দিবে ।

মঙ্গলবার, ১৯-নভেম্বর লালমনিরহাট সদর হাসপাতালে মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।

স্বাস্থ্য খাতের চরম অব্যাবস্থাপনা নিয়ে জিএম কাদের বলেন, এবারের বাজেটে ৫ লাখ কোটি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাহলে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে প্রয়োজনীয় চিকিৎসক সংকট থাকবে কেন? এটা স্বাস্থ্য খাতের চরম অব্যাবস্থাপনা। এজন্য জনদূর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ করার ব্যবস্থা করতে হবে।

নতুন সড়ক আইন প্রসঙ্গে জিএম কাদের বলেন, সড়ককে নিরাপত্তা বিধান করা সরকারের দায়িত্ব। আমাদের সকলের দায়িত্ব। সড়ক নিরাপদ করতে সরকারের নতুন আইনকে সকলের সমর্থন করে এ আইন মেনে নেয়া। বর্তমান সড়ক আইন সম্পর্কে সকলকে বোঝা উচিত।

সভায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ গোলাম মোহাম্মদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ কাশেম আলী, সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডাঃ আব্দুল বাসেত, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডাঃ আব্দুল হাদী, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডাঃ তপন কুমার রায়, সেবা তত্বাবধায়ক অমিত কুমার বর্মণ, জাতীয় পার্টির নেতা সেকেন্দার আলীসহ।

এনএইচ/রাতদিন