সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে সিএমএইচের নিয়মিত মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রখ্যাত কন্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসা চলছে। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
রোববার, ২১ এপ্রিল আঃন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নতমানের চিকিৎসা দেয়া হচ্ছে সুবীর নন্দীর। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
সুবীর নন্দীর শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে এবং এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া ঝুঁকিপূর্ণ বলে জানান সিঙ্গাপুরের চিকিৎসকরা।
তাছাড়া ঢাকায় সিএমএইচের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে এরচেয়ে বেশি বা নতুন কোনো চিকিৎসার প্রয়োজন আপাতত নেই বলে জানিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।
গত ১৪ এপ্রিল রাত ১১টার দিকে অসুস্থ সুবীর নন্দীকে ঢাকা সিএমএইচের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সিএমএইচে আনার কিছুক্ষণের মধ্যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ৩ থেকে ৪ মিনিট চেষ্টার পর তার হার্ট আবার চালু হয় এবং তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
এনএইচ/রাতদিন