সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে প্রত্যয়ী বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। দেশের মাটিতে টি-টোয়েন্টিতে টাইগাররা অপ্রতিরোধ্য ও শক্তিশালী দল, এটা এরই মধ্যে ক্রিকেট বিশ্ব জেনে গেছে। কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এবার হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশ।

আজ রোববার, ৫ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ম্যাচে বিকেল ৪টায় মাঠে নামছে দুই দল। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।

আর এ ম্যাচে খেলতে নামার আগে আত্মবিশ্বাসের বার্তাই জানালেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা ভালোভাবে জিতেছি। তবে দ্বিতীয় ম্যাচটা অনেক কঠিন ছিলো। সামনে আরেকটি ম্যাচ জিতলে আমরা সিরিজটা জিতব। আমার মনে হয়, আমরা যদি প্রক্রিয়াটা ঠিক রাখি, আমরা ভালো করব ইনশাআল্লাহ।

এদিকে নিউজিল্যান্ড দলে আসতে পারে দুটি পরিবর্তন। ওপেনার টম ব্লান্ডেলের জায়গায় ফিরতে পারেন ফিন অ্যালেন। আগের ম্যাচে অভিষেকের স্বাদ পাওয়া পেসার বেন সিয়ার্স একেবারেই সুবিধান করতে পারেননি বল হাতে। তার পরিবর্তে দেখা যেতে পারে ম্যাট হেনরিকে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ম্যাট হেনরি ও হামিশ বেনেট।

মন্তব্যসমূহ প্রদর্শন করা হবে (20)