সুরক্ষায় হাতীবান্ধা পুলিশ, মাস্ক বিহিন দেখলেই পরিয়ে দিচ্ছেন ওসি

করোনা প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে নিজ হাতে মাস্ক পড়িয়ে দিচ্ছেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মাস্কবিহিন পথচারী দেখলেই তাকে থামিয়ে মাস্ক পরানোর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন তিনি।

আজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে এই কাযক্রম পরিচালনা করা হয়।

এ সময় প্রায় ১শ’ জনকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন ওসি এরশাদুল আলম।

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, করোনা ভাইরাস এখনো বিদায় নেয়নি। তবু মানুষ নিজ খেয়াল খুশি মত চলাফেরা করছে। তাই সকলকে সচেতন করতে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে সচেতন থাকতে বলছি।

সবার সাথে স্বাস্থ্যসচেতনতার এই আলোচনার পাশাপাশি যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক দেয়া হচ্ছে।

জনগনের স্বাস্থ্য সুরক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।