সৈয়দপুরে অগ্নিকান্ডে নিঃস্ব ৮ পরিবার

নীলফামারীর সৈয়দপুরে এক অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আজ রোববার ২৯ নভেম্বর দুপুরে খাতামধুপুর ইউনিয়নের খালিশা ধুলিয়া পঞ্চায়েতপাড়ায় ওই ঘটনাটি ঘটে। এতে আটটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে।

আগুনে ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

জানা যায়, আজ মো. আলী হোসেনের বাড়িতে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আর এ আগুন মুর্হুতের মধ্যে প্রতিবেশি মো. নুর হক, মো. নুর জামাল, এমদাদুল হক, মাজেদুল ইসলাম, মানিকুল ইসলাম, ময়নুল ইসলাম ও অহিলা বেগমের ঘরেও ছড়িয়ে পড়ে।

ওই পরিবারগুলোর ১৮টি টিন ও খড়ের ঘর, নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, তৈজসপত্র, কাপড়চোপড়, ধান, চালসহ সংসারের সবকিছুই পুড়ে ছাঁই যায়। খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ ও সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরআই/রাতদিন