সৈয়দপুরে ইজিবাইকে মাদক কারবার, গাঁজাসহ আটক ২

নীলফামারীর সৈয়দপুরে একটি ইজিবাইক থেকে ১ কেজি ৮ শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

রোববার, ২০ অক্টোবর সকাল ১১টার দিকে তাদেরকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খান। এর আগে শনিবার রাতে সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী মাঝাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকার নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর গ্রামের নরুল ইসলামের ছেলে জসিম (৩৫) এবং সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের পীরপাড়া গ্রামের মৃত খায়রুদ্দিনের ছেলে তোফায়েল (৪৫)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী মাঝাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় জসিম উদ্দিনের ইজিবাইক তল্লাসী করা হলে ১ কেজি ৮ শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে চালক জসিম উদ্দিনকে আটক করে তার তথ্যের ভিত্তিতে তাদে নিয়ে বাঙ্গালীপুর ইউনিয়নের পীরপাড়া মাদক ব্যবসায়ী তোফায়েলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খান রাতদিন.নিউজকে জানান, দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা হয়েছে।

এনএইচ/রাতদিন