সৈয়দপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার, ১১ নভেম্বর  সৈয়দপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ওই বিতরণ কর্মসূচির আয়োজন করে। সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে রণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সেখানে ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন সরকার ও নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস প্রমূখ।

সৈয়দপুরের ইউএনও মো. নাসিম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।

উদ্বোধনী অনুষ্ঠানে  কৃষি পুনর্বাসন  ও প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচশ কৃষক- কৃষানীর মধ্যে বিনামূল্যে এক কেজি করে সরিয়া বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় একশ জন এবং প্রণোদনা কর্মসূচির আওতায় চারশ  জন কৃষক-কৃষাণী রয়েছেন।

আরআই/রাতদিন