সৈয়দপুরে রোটারী ক্লাবের চক্ষুশিবির

দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। রোটারী ক্লাব অব ঢাকা কাওরানবাজার এবং রোটারী ক্লাব অব সৈয়দপুর এর যৌথ উদ্যোগে ওই চক্ষুশিবির আয়োজন করা হয়। শিবিরে তিন শ’ চক্ষু রোগীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়।

রোববার, ২৩ জুন সকালে সৈয়দপুর উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজে ওই  চক্ষু শিবির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল ডি- ৩২৮১ এর ডেপুটি গভর্ণর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ।  চক্ষু শিবিরের শুভ উদ্বোধনও করেন তিনি ।

এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, হাজারীহাট স্কুল ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনসুর আলী চৌধুরী ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।

রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডন্টে রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন  চক্ষু শিবির আয়োজক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ডা. মো. এনামুল হক পিএইচএফ।

অনুষ্ঠানে  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী প্রমূখ।  

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ এর নেতৃত্বে দিনব্যাপী চক্ষু শিবিরে ডা. নাজমুল হক ও ডা. রায়হান তারেক চক্ষু শিবিরে আগত রোগীকে চিকিৎসাসেবা দেন।

এদিন তিন শ’ চক্ষু রোগীকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়। এছাড়াও  ৫০ জন  চক্ষু রোগীর চোখে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। আগামীতে পর্যায়ক্রমে রোটারী ক্লাবের উদ্যোগে বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।

এসময় আমন্ত্রিত অতিথি, সুধীজনসহ রোটারী ক্লাব অব সৈয়দপুর এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।