সৈয়দপুরে লটারীতে কৃষক ‍নির্বাচন করে ধান সংগ্রহ

নীলফামারীর সৈয়দপুরে বোরো ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে। মঙ্গলবার, ২ জুলাই উপজেলার কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর ইউনিয়নে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা যায়, এবারে বোরো ধান মৌসুমে সৈয়দপুর সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ২৩৬ মেট্রিন টন ধান ক্রয়ের সিদ্ধান্ত হয়। ওই বরাদ্দের অনুকূলে উপজেলার ৪৯১ জন কৃষক ৪৮০ কেজি করে ধান বিক্রয়ের সুযোগ পান।

পরবর্তীতে সৈয়দপুর উপজেলার জন্য আরো ৩৯৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের অতিরিক্ত  বরাদ্দ মিলেছে। এ অবস্থায় এবারে কৃষক নির্বাচনে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি লটারীর মাধ্যমে কৃষক নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্তের ফলে মঙ্গলবার প্রথম দিনে উপজেলার দুইটি ইউনিয়নে লটারী মাধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন হয়।

ইউনিয়ন দুইটি হচ্ছে উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর এবং ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার সকালে উপজেলার খাতামধুপুর ও বিকেলে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে কৃষক নির্বাচনের লটারী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি সৈয়দপুর  নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া উপস্থিতিতে ওই লটারী সম্পন্ন হয়।

এ সময় উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারি খাদ্য গুদামে বোরো ধান বিক্রির কৃষক বাছাই করা হয়।

এদের মধ্যে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ১৪০জন এবং খাতামধুপুর ইউনিয়নে ১৪৭জন কৃষক নির্বাচন করা হয়েছে। এবারে অতিরিক্ত বরাদ্দ ৩৯৪ মেট্রিক টন বোরো ধান উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৮১৮জন কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হবে।

বুধবার, ৩ জুলাই দ্বিতীয় দিনে উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ও ৪ নম্বর বোতলাগাড়ী ইউপি এবং বৃহস্পতিবার, ৪ জুলাই উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এনএইচ/ রাতদিন