সৈয়দপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী সারম্বরে পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের  শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে নীলফামারীর সৈয়দপুরে । জন্মাষ্টমী উপলক্ষে সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির উদ্যোগে  একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শুক্রবার, ২৩ আগস্ট বেলা ১১ টায় সৈয়দপুর শহরের নয়াবাজারস্থ শ্রী শ্রী গোপালজিউ মন্দির ও  শহীদ তুলশীরাম সড়কের শ্রী শ্রী হীরালাল ঠাকুরবাড়ি মন্দির চত্বর থেকে বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রাটি বের হয়।

এটি শহরের শেরেবাংলা সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক ও শহীদ তুলশীরাম সড়ক হয়ে নয়াবাজারস্থ শ্রী গোপালজিউ মন্দিরে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রাবেয়া আলীম।

আনন্দ শোভাযাত্রায় সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. সাখাওয়াৎ হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি রায় ও সাধারণ সম্পাদক অমিত কুমার আগরওয়ালা নিক্কি উপস্থিত ছিলেন।

এছাড়াও শোভাযাত্রায় সৈয়দপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড.  সুবোধ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ গোপাল চন্দ্র রায়সহ সনাতন হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।

এর আগে শ্রী শ্রী গোপাল জিউ মন্দির ও শ্রীশ্রী হীরালাল ঠাকুরবাড়ি মন্দিরে কৃষ্ণপূজা, গীতাপাঠ, সংকীর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।