সৈয়দপুরের ধৃতি দেশাত্নবোধক সংগীতে দেশসেরা

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ এ দেশাত্মবোধক সংগীতের ‘খ’ বিভাগে প্রথম হয়েছে নীলফামারীর সৈয়দপুরের ধৃতি রায়। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত ২৪ মে রাজধানীতে।

আগামী ১২ জুন জাতীয় পর্যায়ে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে ধৃতি রায় সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে দেশাত্মবোধক সংগীতে একই বিভাগে প্রথম হয়েছিল।

সে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ডালিয়া শাখার শিক্ষার্থী। তার বাবা নির্মল চন্দ্র রায় দিনাজপুরের খানাসাম উপজেলার পাকেরহাট সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক। মা কল্পনা বালা দেবী খানসামার পূর্ব চকরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। ওই দম্পতির এক ছেলে এক মেয়ের মধ্যে ধৃতি রায় ছোট।

তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের অগ্রা গ্রামে।

এইচএ/রাতদিন