নীলফামারীর সৈয়দপুরে দুই ওষুধ ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশ এবং একই দোকানে মানুষ ও পশুর ওষুধ একই সঙ্গে রেখে বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেন।
গতকাল বৃহস্পতিবার, ২৯ এপ্রিল বিকেলে এক অভিযান চালিয়ে শহরের উপকন্ঠে চৌমুহনী বাজারের ওষুধ ব্যবসায়ী নিশিকান্ত দেবনাথ ও বেলায়েত হোসেনের এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলমের নেতৃত্বে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনীবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌমুহনীবাজারের বেলায়েত হোসেনের আদিল চিকিৎসালয় এবং নিশিকান্ত দেবনাথের ওষুধ দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে ও একই দোকানে মানুষ এবং পশুর ওষুধ একই সঙ্গে রেখে ও স্যাম্পল ওষুধ বিক্রি করতে দেখা যায়। ফলে তাদের জরিমানা করা হয়।
এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তর নীলফামারী তত্ত¡াবধায়ক কাজী মোহাম্মদ ফরহাদ উপস্থিত ছিলেন।
তিনি জানান, জনস্বার্থে ওষুধ প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
এবি/রাতদিন