রংপুর মেডিকেলের সরকারি ওষুধ পাচার করতে গিয়ে নারী ধরা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ পাচারকালে শিরিন বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।

আজ  বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর  ওই মেডিকেলের পূর্বগেটে একটি অটোরিক্সা থামিয়ে তল্লাশী করে ওই নারীর একটি ব্যাগ থেকে বিপুল পরিমান সরকারি ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল।  রোগীদের জন্য সরকারের দেয়া বিনামূল্যে প্রদানের ওষুধ তারা পাচার করে বাইরে বিক্রি করে’।  

তিনি আরো বলেন,  ‘ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক নারীকে গ্রেপ্তার করি।  তার সাথে থাকা বিপুল পরিমান উচ্চমূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়’।

আরআই/রাতদিন