সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে একদিনের ব্যবধানে আরও এক মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম সুফি জিয়া উদ্দিন ওরফে বাবু (৪৬)। কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি।

আজ মঙ্গলবার, ২ জুন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সৈয়দপুর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২- এ।

জানা গেছে, শহরের নয়াটোলা এলাকার সুফি জিয়া উদ্দিন বাবু গত কয়েকদিন যাবৎ জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল সোমবার তাঁর শরীর থেকে নমুনা নিয়ে নীলফামারী সিভিল সার্জন অফিসের মাধ্যমে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতে তাঁর অসুস্থতা বেড়ে গেলে দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় দাফন কমিটির মাধ্যমে তাকে দাফন করা হয়।

এছাড়া গত ৩১ মে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান একই এলাকার স্বর্ণ ব্যবসায়ী শহিদুজ্জামান শাহেদ (৩৩)। মৃত্যুর পরদিন তাঁর শরীরের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ফলাফল আসে। এর আগে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে গত ২৮ মে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার করোনা উপসর্গ নিয়ে সুফি জিয়া উদ্দিন বাবু’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জেএম/রাতদিন