সৈয়দপুরে তিন মাদকসেবীর কারাদন্ড

নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তির প্রত্যেককে তিন মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার, ১২ আগস্ট সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, শহরের সাহেবপাড়ার প্রয়াত শফিউল ইসলামের ছেলে মো. বাদল (৪৫) এবং রসুলপুর এলাকার প্রয়াত মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও একই এলাকার প্রয়াত ইসরাফিলের ছেলে মো. মুন্না (৫১)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর রেলওয়ে কারখানার পাশে ঝোঁপের মধ্যে বসে মাদক সেবন করার সময় হাতেনাতে আটক করা হয় ওই তিনজনকে। এ সময় তাদের কাছ থেকে কিছু ভাংয়ের পাতা ও টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদন্ড দেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মো. আব্দুল্লাহ্- আল- মামুন জানান, সাজাপ্রাপ্তদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

এবি/রাতদিন