সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীলফামারীর সৈয়দপুরে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বৃহস্পতিবার, ৫ মার্চ বিকেলে শহরের চাঁদনগরের বিদ্যালয় চত্বরে এই আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফাহমিদা বেগম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী প্রমূখ।

পরে প্রধান অতিথি উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আখতারুজ্জামান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

বিদ্যায়ের সহকারি শিক্ষক মো. মনজুর আলমের উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি, সুধীজন,সাংবাদিক, বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা এই আয়োজন উপভোগ করেন।

জেএম/রাতদিন